দৈনিক তালাশ.কমঃ ফতুল্লা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামী মোঃ মিঠু (৩০) কে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।মোঃ মিঠু (৩০) ফতুল্লা মডেল থানার গাবতলী টাগারপাড় এলাকার মৃত রুহুল আমিনের ছেলে।র্যাব জানায়, গত ১৭ ডিসেম্বর ভিকটিম দুপুরের খাবার খাওয়ার জন্য তার কর্মস্থল আর এন গার্মেন্টস হতে বাসায় যাওয়ার পথে ১ নং আসামী মোঃ মিঠু (৩০) সহ অন্যান্য আসামীরা ভিকটিমকে কথা আছে বলে মহসিন মিয়ার জেএম প্যাকেজিং কার্টুন কারখানার ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমকে কার্টুন ফ্যাক্টরীর একটি রুমে নিয়ে যেয়ে ধর্ষণ করে।
গ্রেফতারকৃত আসামীকে ফতুল্লা মডেল থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।