এনসিসি ১১ ও ১২ নং ওয়ার্ডে নির্বাচনি উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সেলিম ওসমান

দৈনিক তালাশ বিডিঃ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.খোকন সাহা বলেছেন, আগামী ৪ জানুয়ারী জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে আসবেন। দুপুর ২টায় সামসুজ্জোহা ক্রীড়া প্রাঙ্গনে তিনি আসবেন। এটিই হবে দেশের শেষ নির্বাচনী সমাবেশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৪ টায় খানপুরের বেগম নাগিনা জোহা সড়কে এক নির্বাচনী উঠান বৈঠকে এসব কথা বলেন।
খোকন সাহা বলেন, আপনাদের কাছে আমার আহবান, আপনারা সেলিম ওসমানকে ভোট দিন। পরিবারের সদস্যদের নিয়ে আগামি ৭ জানুয়ারী ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন। আমাদের সেলিম ভাইকে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
এনসিসি ১১ ও ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি জয়নাল আবেদীন টুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো শহীদ বাদল (ভিপি বাদল),মহানগর জাতীয় পার্টির সভাপতি মোদাচ্ছেরুল হক দুলাল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক এড মাহমুদা মালা, আইন বিষয়ক সম্পাদক এড ওয়াজেদ আলী খোকন, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূইয়ার সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *