দৈনিক তালাশ.কমঃ (২৭ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ কাজী আব্দুল মান্নান, সংগীয় এসআই(নিঃ)/ মোঃ সোলায়মান আক্কাস, এএসআই (নিঃ)/গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই(নিঃ)/ এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৮.১০ ঘটিকার সময় যশোর কোতয়ালী থানাধীন চাঁচড়া চেকপোষ্ট সংলগ্ন চঞ্চল এগ্রো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে হইতে আসামী ১। আবেনুর বেগম(৪৮), পিতা-মৃত. হেমায়েত মোল্লা, স্বামী-আশরাফ মোল্যা, স্থায়ী-সাং-কুমড়ী (পূর্বপাড়া), থানা-লোহাগড়া, জেলা-নড়াইল, বর্তমান সাং-ভবেরবেড় (বাজারের পাশে আঃ রব শরিফ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর কে ৩০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ গ্রেফতার করেন।
জব্দকৃত ফেন্সিডিলের মূল্য অনুমান ৯০,০০০/-টাকা।
এ সংক্রান্তে এসআই(নিঃ) কাজী আব্দুল মান্নান বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।