দৈনিক তালাশ.কমঃ বিশেষ প্রতিবেদক গৌরাঙ্গ বিশ্বাস ক্যামেরায় বিপ্লব সরকার। টাঙ্গাইলের কালিহাতী থেকে। টাঙ্গাইলের কালিহাতিতে বাস ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে শিশুসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো কমপক্ষে ১১ জন এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
আজ মঙ্গলবার ২৬ শে ডিসেম্বর দুপুর ২ টার দিকে টাংগাইল ময়মনসিংহ সড়কের কালিহাতীর চাটিপাড়ায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন। নিহতরা হচ্ছেন ভুয়াপুরের ঘাটাইল শিয়ালকুল এলাকার হিরাবন বেগম( ৮০)ও কালিহাতী উপজেলার তারাবাড়ী এলাকার সোহেল রানার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ( ১৩) আহতদের মধ্যে কালিহাতীর সয়া পলিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মোঃ রবিউল (৩৫) ও ভুয়াপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫) এদের পরিচয় পাওয়া গেলেও বাকিদের কোন পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান শেরপুরের নালিতাবাড়ী থেকে লাল বালু বোঝাই গাড়িটি কালিহাতী চাটি পাড়া নামক স্থানে এসে সিএনজিকে ওভারটেক করার সময় সাগরদিঘী গামী গাড়ির সাথে সমুখি সংঘর্ষ হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে, সি এনজির উপর পড়ে যায়। সি এনজিতে থাকা যাত্রী ঘটনাস্থলে দুজন মারা যায়।