দৈনিক তালাশ.কমঃ রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জনাব স্বপন কুমার মজুমদার, অফিসার ইনচার্জ, পাংশা মডেল থানা, রাজবাড়ী এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ ফজর আলী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানকালে ২৫/১২/২০২৩ খ্রিঃ ১৮:১৫ ঘটিকার সময় পাংশা থানাধীন শাহামিরপুর ব্রীজের ১০০ গজ দক্ষিনে মোঃ রবিউল ইসলাম এর ইলেকট্রনিক্সের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল বিশ্বাস(২৩), পিতা-আঃ আজিজ বিশ্বাস @ নিদু বিশ্বাস, গ্রাম-কাচারীপাড়া, ২। মোঃ রাশিদুল ইসলাম @ সবুজ(২৯), পিতা-মোঃ মতিয়ার , গ্রাম- শাহমীরপুর, উভয় থানা- পাংশা, জেলা –রাজবাড়ীদ্বয় এর নিকট হইতে (i) ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং (ii) সর্বমোট ২৪ (চব্বিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট, যাহার ওজন ২,৪০০ মিঃ গ্রাঃ, মূল্য অনুমান ৪,৮০০/- ( চার হাজার আটশত) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়দের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করতঃ অদ্য ২৬/১২/২০২৩ খ্রিঃ তারিখ আসামীদ্বয়দের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।