পাংশা থানা পুলিশের অভিযানে গাঁজা ও ২৪ পিছ ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

দৈনিক তালাশ.কমঃ রাজবাড়ী জেলার পুলিশ সুপার জনাব জি. এম. আবুল কালাম আজাদ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় জনাব স্বপন কুমার মজুমদার, অফিসার ইনচার্জ, পাংশা মডেল থানা, রাজবাড়ী এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ ফজর আলী, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযানকালে ২৫/১২/২০২৩ খ্রিঃ ১৮:১৫ ঘটিকার সময় পাংশা থানাধীন শাহামিরপুর ব্রীজের ১০০ গজ দক্ষিনে মোঃ রবিউল ইসলাম এর ইলেকট্রনিক্সের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোঃ আশরাফুল বিশ্বাস(২৩), পিতা-আঃ আজিজ বিশ্বাস @ নিদু বিশ্বাস, গ্রাম-কাচারীপাড়া, ২। মোঃ রাশিদুল ইসলাম @ সবুজ(২৯), পিতা-মোঃ মতিয়ার , গ্রাম- শাহমীরপুর, উভয় থানা- পাংশা, জেলা –রাজবাড়ীদ্বয় এর নিকট হইতে (i) ২০০ (দুইশত) গ্রাম গাঁজা, যাহার মূল্য অনুমান ৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং (ii) সর্বমোট ২৪ (চব্বিশ) পিচ টাপেন্টাডল ট্যাবলেট, যাহার ওজন ২,৪০০ মিঃ গ্রাঃ, মূল্য অনুমান ৪,৮০০/- ( চার হাজার আটশত) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়দের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করতঃ অদ্য ২৬/১২/২০২৩ খ্রিঃ তারিখ আসামীদ্বয়দের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *