নওগাঁর সাপাহারে মকবুল হোসেনের ২ শতাধিক আমগাছ কর্তনের অভিযোগ

দৈনিক তালাশ.কমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ সাপাহারেপূর্ব শত্রুতার জেরধরে দূর্বৃত্তদের হামলায় ২শ আমের গাছ কেটে ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। ২শ’ টি আম গাছ ও ৫শ’ টি চারা গাছ কেটে ব্যপক ক্ষয়ক্ষতি করা হয়েছেএই ঘটনায় স্থানীয় থানায় ৭ জন সহ আরও অজ্ঞাতনামা বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর রাত পৌনে ১২ টার দিকে উপজেলার বাহাপুর গ্রামের মৃত বেশার উদ্দীনের ছেলে মকবুল হোসেনের রোপিত ২শ’টি আম গাছ ও নার্সারির প্রায়৫শতাধিক চারা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। পরদিন সকালে সংবাদ পেয়ে জমিতে গিয়ে গাছ ও চারা গাছ কেটে ফেলার বিষয়টি জানতে পায়ভুক্তভোগী মকবুল হোসেন। এ ঘটনায় সাপাহার থানায় ৭ জন সহ আরও অজ্ঞাতনামা ৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ করেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, জমি জোর পূর্বক জবর দখল করার জন্য গাছ ও চারা গাছ কেটে ফেলা হয়েছে। এ বিষয়ে আইনগত সহায়তা চেয়ে থানায় অভিযোগ করেন ভোক্তভোগী মকবুল হোসেন।এ বিষয়ে জানতে চাইতে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, আম গাছ ও চারা গাছ কেটে ফেলার অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *