দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর পোরশায় নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের নৌকার প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির একটি নির্বাচনী অফিসে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার ও অফিস ভাংচুরের অভিযোগ করা হয়েছে। এই ঘটনায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতার কর্মীদের দায়ি করা হয়েছে। বৃহষ্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার ঘাটনগর ইউনিয়নেরতাঁতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ জানান, রাতে এলাকার উন্নয়ন নিয়ে একটি ভিডিও চিত্র দেখানো হচ্ছিল। এ সময় স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন। নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই জের ধরে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জানালা দিয়ে আগুন ছুড়ে মারলে অফিসের পোষ্টার-ব্যানার পুড়ে যায়। এছাড়া তারা অফিসের কয়েকটি চেয়ার ভাংচুর করে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এব্যাপারে থানায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।