দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৫ আসনে জাতীয় পাটির মনোনীত প্রার্থী সেলিম ওসমান বলেছেন, আপনারা তো আর মুক্তিযুদ্ধ করতে পারবেন না, কিন্তু আপনারা যদি ৭ জানুয়ারি নির্বাচনে ভোট দিতে যান সেটাই আপনাদের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সমান হবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নে তার নিজ উদ্যোগে প্রতিষ্ঠিত শেখ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা সভায় উপস্থিত স্থানীয় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।
সেলিম ওসমান বলেন, কিছু কিছু মানুষ অখুশি কেন নারায়ণগঞ্জে লাঙ্গলের মার্কা দেওয়া হলো? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা তখন কোথায় ছিলেন? যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল, তখন একজনও লোক রাস্তায় নেমে আসেন নাই।
উপস্থিত জনগণ গ্যাস চেয়ে সেলিম ওসমানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সারা দেশে গ্যাস সংকট আপনারা আল্লাহর কাছে দোয়া করেন তিনি আপনাদের ইনশাআল্লাহ গ্যাসের ব্যবস্থা করবেন।
নারায়ণগঞ্জ জেলা পরিষদের অন্যতম সদস্য মাসুম আহমেদের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহিদ মোঃ বাদল, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ রশিদ, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ জেলা কৃষক লীগের আহব্বায়ক এড ওয়াজেদ আলী খোকন, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন ও ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ বন্দর উপজেলা আওয়ামীলীগ ও জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।