দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনা :পুরান চাল ভাতে বাড়ে, আ. লতিফ সিদ্দিকী বাড়ে ভোটে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এলেঙ্গা পৌর এলাকায় বিকেল সাড়ে ৩ টায় নির্বাচনী প্রচারণায় আ. লতিফ সিদ্দিকীসহ উৎসুক জনতার ঢল পরিলক্ষিত হয়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের হাওয়ায় ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে আ. লতিফ সিদ্দিকীর ট্রাক গাড়ী প্রতিকের এ চিত্র সরোজমীনে দেখা যায়। উল্লেখ্য ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতীতে মোট ১০ জন মনোনয়নপত্র জমা দেন। তন্মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় জাসদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবু মোস্তফা’র মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকায় তা বাতিল ঘোষণা করা হয়। গত ১৯ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট তা বৈধতা প্রদান করেন। তবে নির্বাচনী মাঠে মোজহারুল ইসলাম তালুকদার (নৌকা), আ. লতিফ সিদ্দিকী (ট্রাক গাড়ী), সারওয়াত সিরাজ শুক্লা (ঈগল) দেখা যায়। বিশেষভাবেñ উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি ২০২৪ সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।