র‌্যাব-১১ সোনারগাঁ হতে সবজি পরিবহনের আড়ালে ৪০ কেজি গাঁজা সহ ২জন গ্রেফতার।

দৈনিক তালাশ.কমঃবাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রæততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর নারায়ণগঞ্জ’এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২১ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৪০ (চল্লিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো ১। মোঃ হাসান মোল্লা (২৫), পিতা- মোঃ আশ্রাব মোল্লা, সাং- ভরপাশা (মোল্লা বাড়ি), থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল এবং ২। মোঃ মিলন মোল্লা (৩২), পিতা- মোঃ জালাল মোল্লা, সাং- বর্ণী, ইউপি- বর্ণী, থানা- টুংগীপাড়া, জেলা- গোপালগঞ্জ ।

৩। প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী মোঃ হাসান মোল্লা (২৫) এবং মোঃ মিলন মোল্লা (৩২) পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবত মোঃ হাসান মোল্লা (২৫) এবং মোঃ মিলন মোল্লা (৩২) কুমিল্লা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে সবজি পরিবহনের আড়ালে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *