আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ নওগাঁ ৪ মান্দা আসনের ৫ জন এমপির পতিক বরাদ্

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনের ৫ জন এমপি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ গোলাম মওলা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।জেলা প্রশাসকের সভাকক্ষে প্রতীক বিতরণ করা হয়। এসময় প্রার্থীরা নিজ নিজ প্রতীক গ্রহণ করেন। ৪৯-নওগাঁ-৪ (মান্দা) আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এরমধ্যে রাজনৈতিকভাবে বিভিন্ন দলের মনোনীত ৩ জন এবং স্বতন্ত্র ২ জন। দলীয় প্রতীক বরাদ্দের হিসেবে নওগাঁর ৬ টি আসনে মোট ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

নওগাঁ-৪ (মান্দা) আসনে, আওয়ামী লীগের দলীয় প্রার্থী এ্যাড.মোঃ নাহিদ মোর্শেদ (বাবু) নৌকা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী মোঃ আলতাফ হোসেন লাঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোঃ আব্দুর রহমান ডাব, স্বতন্ত্র প্রার্থী মোঃএস,এম, ব্রহানী সুলতান মামুদ (গামা) ট্রাক এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মুহাঃ ইমাজ উদ্দিন প্রাং ঈগল প্রতীক পেয়েছেন। অপরদিকে গত রবিবার (১৭ ডিসেম্বর) জাকের পার্টির মনোনীত দেলোয়ার হোসেন (ডবলু) তাদের দলীয় সিদ্ধান্তে তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *