নওগাঁ সেনাবাহিনীর উদ্যোগে দুঃস্থ অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দৈনিক তালাশ.কমঃবউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দু:স্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলার মথুরাপুর, আধাইপুর ও মিঠাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের শীতার্তদের মাঝে ৫৭৫ টি কম্বল বিতরণ করা হয়। সেনাবাহিনীর ১১পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট এর আয়োজন করে।সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মিঠাপুর হাইস্কুল মাঠে ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: রাশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে কম্বলগুলো বিতরণ করেন। আরো উপস্থিত ছিলেন ৭ ইস্ট বেংগল রেজিমেন্টের অধিনায়ক লে: কর্ণেল মো: মাহমুদুজ্জামান, পিএসসি। এসময় কম্বলসহ একজন প্রতিবন্ধীকে নগদ অর্থও সহায়তা করা হয়।

শীতার্ত দু:স্থ মানুষেরা কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে স্থানীয়রা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেনাবাহিনীর এমন কাজ আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করেন।
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *