মহাদেবপুরে বিকশিত নারী নেটওয়ার্কের মাসিকফলোআপ কমসভা।

দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বিকশিত নারী নেটওয়ার্কের মাসিক ফলোআপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের নজরুল প্রি ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় সংগঠনের সভাপতি সাংবাদিক কাজী রওশন জাহান সভাপতিত্ব করেন।

সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৮ জন নারী নেত্রী এতে অংশ নেন। কর্মশালায় ‘নারীর জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভার, ঝুঁকি মোকাবেলায় আমাদের করণীয়’ শীর্ষক বিষয় ভিত্তিক আলোচনা করেন দি-হাঙ্গার প্রজেক্টের ইউনিয়ন কো -অর্ডিনেটর খোরশেদ আলম, ফিল্ড অফিসার তানভির আহমেদ, নারী নেত্রী ও সদর ইউপি সদস্যা ফেরদৌসী বেগম, শিরিন আকতার, আনোয়ারা বেগম, নার্গিস আকতার, জয়নব আকতার, সুলতানা পারভীন, তপতি রাণী, শেফলী রানী, রোজিনা আকতার, নাজিরা বেগম, নাজমা বেগম, রশীদা বেগম, মোরশেদা বেগম প্রমুখ।
নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *