দৈনিক তালাশ.কমঃপ্রতিনিধি জীবন আহমেদ সোনারগাঁও নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর ২০২৩ ইং মঙ্গলবার সকালে হাজার হাজার জনগণের নৌকা স্লোগানের মাধ্যমে সকাল থেকে দুপুর পর্যন্ত এ আনন্দ মিছিল হয়।
এ আনন্দ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে শুরু করে মোগরাপাড়া চৌরাস্তা, চৌরাস্তা থেকে উপজেলা এবং উপজেলা থেকে আমিনপুর পৌরসভার শেখ রাসেল স্টেডিয়াম মাঠে পৌছে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত জনগণের উপস্থিতিতে বক্তব্যে বলেন, দীর্ঘ ১০ বছর পর জননেত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জ-৩ আসনে নৌকা প্রতীক দিয়ে সোনারগাঁওয়ের আওয়ামীলীগকে পুনরুজ্জীবিত করেছেন। তাই আপনারা সকলে মিলে নৌকাকে কিভাবে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন সে দায়িত্ব নিয়ে আপনারা মাঠ পর্যায়ে কাজ করবেন। যাতে নৌকা বিজয় লাভ করে এবং জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হয়। এটাই আপনাদের কাছে আমার চাওয়া।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড : সামসুল ইসলাম ভূঁইয়া ও সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। আনন্দ মিছিলে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় ১০ হাজার নেতাকর্মী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতকে ফুলের মালা গলায় পড়িয়ে ও ফুল ছিটিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।