ফতুল্লায় যুবলীগ নেতা আজমতের নেতৃত্বে বিশাল মিছিল, নৌকার স্লোগানে প্রকম্পিত বিভিন্ন এলাকায়

দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে যুবলীগ নেতা আজমত আলীর নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে ফতুল্লার ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ সদর উপজেলা গেট সংলগ্ন এলাকা থেকে এ মিছিলটি বের করা হয়।
মিছিলটি সদর উপজেলা গেট থেকে বের হয়ে ফতুল্লা ইউনিয়নের কতুবাইল প্রাথমিক বিদ্যালয়, আব্দুল মান্নান মাদরাসা, রয়েল একাডেমী স্কুল, এসকে মডেল স্কুল, ওমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে থানা সহ¯্রাধীক নেতাকর্মীরা শামীম ওসমানকে তথা নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে প্রতিটি পাড়া মহল্লা।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলী বলেন, আমার প্রান প্রিয় জননেতা শামীম ওসমান সাহেব ফতুল্লায় যে উন্নয়ন করেছে, তা আর কোন এমপি করতে পারেনি। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও জননেতা শামীম ওসমানকে বিপুল ভোটে জয়ী করতে হবে। তাই আগামী ৭ জানুয়ারী উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগ নেতা নজরুল ইসলাম, হাজী মো: হাসেম, মো: আক্তার হোসেন, মো: ডালিম, মো: রহিম উদ্দিন, ফয়েজ আহমেদ হেলাল, ফতুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো: সজিব, সহ সভাপতি হারুন অর রশিদ, মো: রতন, সাংগঠনিক সম্পাদক মো: নাহিদ, মো: হাসান, মো: সবুজ, প্রচার সম্পাদক মো: মুজিবুর, কার্যকরী সদস্য সোলাইমান সুমন, জসিম, পিন্টু, তোফাজ্জল, নান্নু, জেলা ছাত্রলীগ নেতা মোমিন হোসেন মুরাদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি মো: আরমান, সজল বিন ইবু, মো: জুয়েল, রুবেল, শুভ, ফারুক নাহিদ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *