দৈনিক তালাশ.কমঃ নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানের পক্ষে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের নেতৃত্বে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকা থেকে এ মিছিলটি বের করা হয়।
মিছিলটি ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ফতুল্লার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে থানা সহ¯্রাধীক নেতাকর্মীরা শামীম ওসমানকে তথা নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এসময় হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে প্রতিটি পাড়া মহল্লা।
মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা খসরু, রাজ্জাক, জুয়েল, নূর, রতন, আতাউর, মাসুম, জালাল প্রমূখ।