দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৩ টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ (ইনু) মশাল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম আবু মোস্তফা তার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেলেন। সোমবার (১৮ই ডিসেম্বর) মহামান্য হাই কোর্ট এই রায় প্রদান করে। উল্লেখ্য গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) মশাল প্রতীকের প্রার্থী হিসেবে বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম আবু মোস্তফা জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন। টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলা নির্বাচন রিটার্নিং অফিসার ও টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়সারুল ইসলামের নেতৃত্বে ২ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটায় টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য পদে সকল প্রার্থীর মনোনয়নপত্র বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। কালিহাতী আসনে ১০ জন সংসদ সদস্য প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে ৯ জনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়। মনোনয়নপত্র অসম্পূর্ণ থাকার কারণে জাসদ (ইনু) বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম আবু মোস্তফার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। বীর মুক্তিযোদ্ধা ডক্টর এস এম আবু মোস্তফা সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট করলে মহামান্য হাইকোর্ট বৈধ বলে ঘোষণা করে। উল্লেখ্য আগামী ৭ জানুয়ারি ২০২৪ সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।