দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধিঃটাঙ্গাইল জেলাধীন ঘাটাইলে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত ৭ টার দিকে উপজেলার ধলাপাড়া গোপিনপুর আষারিয়া চালা বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মহিউদ্দিন উপজেলার শহর গোপিনপুর চওনা পাড়া গ্রামের মৃত ফজর আমিনের ছেলে মহিউদ্দিন মিয়া (৪৫)।
ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার বিবরণে জানা যায়, মোটরসাইকেল আরোহী মুরগির খাদ্য ও ঔষধের জন্য সাগরদিঘী বাজারে যাচ্ছিলেন। আষারিয়া চালা বাজারে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যাওয়ার সাথে সাথেই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।