দৈনিক তালাশ.কমঃঅভিযান-০১(১৬ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ সাদ্দাম হোসেন, সংগীয় এসআই(নিঃ)/ মোঃ নুর ইসলাম, এএসআই (নিঃ)/সৈয়দ শাহিন ফরহাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৬.৩৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন নতুনহাট বাজারস্থ জনৈক সাইদুর এর জননী ডেন্টাল কেয়ার নামক দোকানের সামনে নতুনহাট বাজার টু তেঘরিয়া গামী পাঁকা রাস্তার উপর হইতে আসামী ১। মোছাঃ কহিনুর খাতুন(৪০), পিতা-মৃত আব্দুল মোড়ল, স্বামী-মোঃ বাচ্চু মিয়া, সাং-মদনপুর (হরিহরনগর ইউপি), থানা-মনিরামপুর, জেলা-যশোরকে ০১ (এক) কেজি মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন।
জব্দকৃত গাঁজার মূল্য অনুমান ৬০,০০০/-টাকা। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ সাদ্দাম হোসেন বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।