দৈনিক তালাশ.কমঃস্টাফ রিপোর্টার: ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছেন ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে নগরীর চাষাড়ার বিজয়স্তম্ভের বেদীতে ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সংগ্রামী সভাপতি শেখ মোঃ হাফিজ এর নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে শেখ মোঃ হাফিজ বলেন, ১৯৭১ সালের এই গৌরবময় দিনে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করলে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ স্বাধীন হয়। এই দিনে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানি দখলদার বাহিনী বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। তাই দিনটি বিজয় দিবস হিসেবে আমরা উদ্যাপন করি। আজ দিবসটি পালনে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
এসময় শ্রদ্ধা নিবেদনকালে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী মৎস্যজজীবী লীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ, মোসাৎ শামসুন্নাহার, মোঃ ফারুক আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সমবায় ও কৃষি বিষয়ক সম্পাদিকা সুমি আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক মোসাৎ রিনা আক্তার, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন ও ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।