দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন মন্দির মসজিদ ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও মুনাজাত মোমবাতি প্রজ্জলন আলোচনা সভার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতহয়েছে। সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মোমবাতি প্রজ্জলন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুর আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারমান রাবেয়া রহমান পলি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ সবুজ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম প্রমুখ মোমবাতি প্রজ্জলনে অংশনেন।
পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও এতে সভাপতিত্ব করেন।