দৈনিক তালাশ.কমঃবুধবার (১৩ ডিসেম্বর) মধ্য রাতে সদর থানাধীন ওই এলাকায় সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে যায়।
সৈয়দপুর এলাকার স্থানীয়রা জানান, ঢাকা-মুন্সিগঞ্জ সড়কে পড়ে থাকা বস্তা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে সেখানে জড়ো হন স্থানীয়রা। এ সময় বস্তায় রক্ত জমাট ছিল। এ সময় বস্তা খুলে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে মরদেহটি দ্বিখণ্ডিত। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে মরদেহটি কয়েকদিন আগের। ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি বস্তাবন্দি করে এখানে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি যারা মরদেহটি ফেলে গেছে তাদের সনাক্ত করতে পুলিশসহ অন্যান আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিহত অজ্ঞাত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলে জানান সদর থানার ওসি।