দৈনিক তালাশ.কমঃনারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিদর্শক শাফিউল আলম সাফির বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়েছে এক ভুক্তভোগী। বুুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে এই অভিযোগ দিয়েছেন
বন্দর আমিন এলাকার কবির হোসেনের বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম।
অভিযোগে নজরুল বলেন, আমি পেশায় একজন বেকারী ও বিকাশ ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সহিত’ জীবিকা নির্বাহ করে আসিতেছি। আমার স্ত্রী মোসাঃ নাহিদা আক্তার এবং আমার মেয়ে মোসাঃ নুসরাত জাহান ছুটি কাটাতে গত ২৪ নভেম্বর আমার দেশের বাড়ী তথা সিরাজগঞ্জ যায়। আমার স্ত্রী ও মেয়েকে আনার জন্য আমি ১০ ডিসেম্বর সিরাজগঞ্জ যাই। পরদিন ১১ ডিসেম্বর সকাল অনুমান ১১ ঘটিকায় আমার পাশ্ববর্তী ভাড়াটিয়া মোঃ বীরের আম্মু মোবাইল ফোনে আমার স্ত্রীকে জানায় যে, ১১ ডিসেম্বর দিবাগত রাতে অনুমান ৩ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এস.আই মোঃ আব্দুস শাফীউল আলম ও কতিপয় লোকজন বিল্ডিংয়ের প্রায় সকল ফ্লাট তল্লাশী করেন এবং আমার ফ্লাটের তালা ভেঙ্গে আমার ঘর তল্লাশী করেন। যা তিনি করতে পারেন না। তাই সত্যতা যাচাই পূর্বক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন জানান নজরুল ইসলাম।
এ বিষয়ে এস আই শাফিউল বলেন, আমরা সেখানে গোপন তথ্যের ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযান পরিচালনা করি। বাড়ির মালিককে সাথে নিয়ে প্রতিটি ফ্লাটে অভিযান পরিচালনা করি। প্রতিটি ফ্লাটের মানুষ আমাদের সহযোগিতা করে। কারো ফ্লাটের তালা আমরা ভাঙতে যাবো কেন। তার ফ্লাটের তালা খুলে রেখে গেছে। সন্দেহের ভিত্তিতে এখানে তল্লাশী করা হয়। বোরকা পড়া একজন মহিলা ছিল আপনাদের সাথে সে কে? এই প্রশ্নের জবাবে এস আই শাফি বলেন, সে আমাদের অফিসের মহিলা পুলিশ।