দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে (২৯) ধর্ষণের দায়ে মো: রাসেল (৩০) নামে একযুবককে আটক করেছে। সে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা আদর্শ গ্রামের রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় রাসেলকে তার বাড়ি থেকে আটক করে বুধবার দুপুরে নওগাঁ কোর্টে পাঠানো হয়। এব্যাপারে ওই নারী বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।স্থানীয়রা জানান, স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে ওই নারী সোমবার দিবাগত রাতে নওগাঁ সদর উপজেলার কশবা গ্রাম থেকে বাগচারায় তার ফুফাতো বোনের বাড়ির উদ্দেশ্যে আসে। গ্রামের মোড়ে স্থানীয়দের সে তার বোনের নাম বলে বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে কেউ চিনতে পারেন না। পরে রাসেল তাকে কৌশলে আড়ালে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। জানতে পেরে গ্রামের লোকেরা তাকে উদ্ধার করে তার বোনের বাড়িতে পৌঁছে দেন।মহাদেবপুর থানায় সদ্য যোদদান করা অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, এব্যাপারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরের সাথে সাথেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।