দৈনিক তালাশ.কমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ, বিশেষ প্রতিনিধি :কালিহাতী সাব-রেজিষ্ট্রার অফিসে দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচন -২০২৩ অনুষ্ঠিত। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ৯ টায় নিজ কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয় এবং বিকেল ৩ টায় শেষ হয়। বিজয়ীদের নাম যথাক্রমে সভাপতি মো. নূরুল ইসলাম, সহ-সভাপতি মো. শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. লিটন, দপ্তর সম্পাদক মো. আবু সাইদ, প্রচার সম্পাদক মো. আজগর আলী, কোষাধ্যাক্ষমো. ছুরমান আলী, সদস্য কালিপদ পাল, বাদল চন্দ্র মজুমদার, মো. আনোয়ার হোসেন।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদন্দ্বিতা করেন। সকল প্রার্থীই ভোট গ্রহন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান।
মোট ভোটার ১৭১, কাষ্টিং ১৬৭।