দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুরে ‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দূর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রদিপাদ্যে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের টেনিস গ্রাউন্ডে মানববন্ধন ও সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ এতে প্রধান অতিথি ও সহকারি কমিশনার (ভূমি) রিফাত আরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সবিন চন্দ্র বর্ম্মণ এতে সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক সাংবাদিক আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, আজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান হোসেন প্রমুখ।