টাঙ্গাইলে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

দৈনিক তালাশ.কমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ,বিশেষ প্রতিনিধি:সমগ্র টাঙ্গাইলে অর্থাৎ জেলা সদরসহ প্রতিটি উপজেলায়ও ঘটা করে বড় পরিসরে উদযাপন করা হয় । শনিবার (০৯ ডিসেম্বর ২০২৩) সকালে উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগীতায় এবং টাঙ্গাইল জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে অনুষ্ঠিত হয় । শুরুতেই টাঙ্গাইল জেলা কার্যালয় প্রাঙ্গণে যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা ও দুদক-এ দু’টি পতাকা উত্তোলন এবং উত্তোলনের সময় জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িনো, মানববন্ধন, ডিস্ট্রির গেইট হতে র‍্যালির উদ্বোধন- উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান । সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক মোঃ নাসির উদ্দিন। এনজিওসহ সরকারি-আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে দুর্নীতি বিরোধী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন যেমন টাঙ্গাইলের বিভিন্ন দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতি বিরোধী ব্যানার ও ফেস্টুন স্থাপন, মানববন্ধন, দুর্নীতি বিরোধী কার্টুন প্রদর্শনী, সেমিনার ও আলোচনা সভা। প্রশাসনের কর্মকর্তা, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠন, সাধারণ জনগণ ও টাঙ্গাইল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেব, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, সহ-সভাপতি হোসনে আরা আহম্মেদ (বেবী), সদস্য মোঃ মাসুদ রানা, আব্দুল বাসেত, এস.এম. জগলুল হায়দার (সোহেল), বীর মুক্তিযোদ্ধা শাহ্ আব্দুর রশিদ, রওশন আরা লিলি, কাজী বাহালুল হক (নিপু), মোঃ মনিরুজ্জামান মনির, নাসেরী আজাদ সম্পা ও সদস‍্য সাংবাদিক মৃনাল কান্তি রায় উক্ত সভায় উপস্থিত ছিলেন । আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোঃ বিপ্লব হোসেন, উপসহকারী পরিচালক মো : জাহেদ আলম, মো : মামুনুর রশিদ, মো : রবিউল ইসলাম, কোর্ট পরিদর্শক মো : জাহিদুল ইসলাম প্রমূখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *