দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর নিয়ামতপুরে আহম্মেদ আলী নামে এক কৃষককে মারধর করে নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগ উঠেছে তারই সন্তানদের বিরুদ্ধে।
শুক্রবার (০১ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে নিয়ামতপুর উপজেলার চৌপুকুরিয়া এলাকায় এ ঘটনা টি ঘটে,এ ঘটনার পর আহম্মেদ আলীর দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্তরাহলেন নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের বগধন গ্রামের আহম্মেদ আলীর ছেলে আনারুল ইসলাম, বিউটি ও নার্গিস এবং একই গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে আলাল উদ্দীন।থানা অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বরের আহম্মেদ আলী ধান বিক্রি করার উদ্দেশে চৌপুকুরিয়া গ্রামে সাইফুল ইসলামের ধানের আড়ৎ ঘরে যায়। ধান বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আড়ৎ থেকে বের হলে পথ অবরোধ করেএলোপাতাড়ি মারধর করে ৫৩ হাজার ৫০০ টাকা লুটে নেয় তারা। মারধর ও টাকা লুট করে সন্তানরা মিলে বাবাকে জোর পূর্বক তাদের বাড়িতে নিয়ে যায়। আহম্মেদ আলী ঘটনার পর থেকে নিখোঁজ রয়েছেন।আহম্মেদ আলীর দ্বিতীয় স্ত্রী রোকেয়া বেগম বলেন, আমার স্বামী ধান বিক্রি শেষে টাকা নিয়ে বাড়ি ফেরার পথে তার সন্তানরা পথরোধ ও এলো পাতাড়ি মারধর করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। এখন পর্যন্ত আমার স্বামী নিখোঁজ রয়েছে। আমার স্বামীকে উদ্ধারসহ আমি এই ঘটনার সুবিচার চাই।অভিযুক্ত আনারুল ইসলাম বলেন, আমার বাবাকে আমরা কেন মারধর করব। আর টাকা ছিনিয়ে নেওয়ার মতো কোনে ঘটনা ঘটেনি।এ ব্যাপারে নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।