ডিবি যশোরের অভিযানে ২ টি মোবাইল উদ্ধার সহ অবৈধ ভার্চুয়াল ইলেক্ট্রনিক ডিভাইস সহ গ্রেফতার ২

দৈনিক তালাশ.কমঃঅভিযান-০১(০৮ নভেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই (নিঃ)/৫৩৮ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ০৪.২০ ঘটিকার সময় যশোর জেলার শার্শা থানাধীন নৈহাটি সাকিনস্থ মোঃ বিল্লাল হোসেন(২৯), পিতা-মৃত আব্দুল গাজী, মাতা-সালমা বেগম এর বসতবাড়ির নিজ শয়ন ঘর হতে বাংলাদেশ সরকারের অনুমোদনবিহীন অবৈধ ভার্চুয়াল কারেন্সি পেমেন্ট গেটওয়ে Mobcash, 1xbet ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহারকারী আসামী ১। মোঃ বিল্লাল হোসেন(২৯), পিতা-মৃত আব্দুল গাজী, মাতা-সালমা বেগম, সাং-নৈহাটি, ২। মোঃ আজিজুর রহমান(২৬), পিতা-মোঃ তোজাম্মেল হক, মাতা-সুফিয়া খাতুন, সাং-পাড়িয়ারঘোপ, উভয়থানা-শার্শা, জেলা-যশোর দ্বয়কে ০২ (দুই) টি মোবাইল ফোন সহ গ্রেফতার করেন।

যাহা দ্বারা অর্থনৈতিক লেনদেন ও ই-ট্রানজেকশন এর মাধ্যমে অবৈধ ব্যবসা করে থাকে।

এ সংক্রান্তে এসআই(নিঃ) শেখ আবু হাসান বাদী হয়ে যশোর শার্শা থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *