দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁয় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল গাছে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৮ সময় নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার ১০ নং ভীমপুর ইউনিয়ন পরিষদের রসুলপুর গ্রামে এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতের নাম তারিক উদ্দিন মণ্ডল (১৮)। তিনি নওগাঁ সদর থানার নিন্দইন গ্রামের মকবুল হোসেনের ছেলে।স্থানীয়রা জানান, তারিক মহাদেবপুর উপজেলার নওহাটা (মোড়) বাজারে সেলাইয়ের কাজ করতো। কাজ শেষে বাড়ি ফেরার সময় ওই সড়কে পাশে থাকা তাল গাছের সঙ্গে মোটর সাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান । খবর পেয়ে তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ নিয়ে মান।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।নওগাঁ জেলার রাণীনগর উপজেলায় অটোরিকশার ধাক্কায় এক পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রাণীনগর আবাদপুকুর সড়কের খাগড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।নিহতের নাম আমজাদ হোসেন। তিনি রাণীনগরে উপজেলার ছয়বাড়ীয়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে আমজাদ হোসেন রাণীনগর উপজেলার সিম্বা বাজার থেকে ওই সড়কের পাশ দিয়ে হেঁটে নিজ বাড়ি ফিরছিলেন। পথে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। এরপর রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, নিহতে পরিবার থেকে এখনও কেউ অভিযোগ করেনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।