মনিরামপুর থানা এলাকা হতে অবৈধ অস্ত্র বোমা সহ গ্রেফতার-৪

দৈনিক তালাশ.কমঃঘটনা ও গ্রেফতারের বিবরণঃজেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় ওসি ডিবি রুপন কুমার সরকার, পিপিএম (বার) এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম জেলায় সংঘটিত বিভিন্ন চুরি, ডাকাতি, অপহরণ, হত্যার রহস্য উদঘাটনসহ অবৈধ অস্ত্রগুলি উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।

তারই ধারাবাহিকতায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে এসআই আমিরুল ইসলাম, শফি আহমেদ রিয়েলসহ ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম ইং ০৫/১২/২০২৩ তারিখ রাতে মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে কথিত চরমপন্থি সংগঠনের ০৪ জন সন্ত্রাসীকে ১ টি তাজা বোমা, প্রায় ২ কেজি বিস্ফোরকদ্রব্য ও ১টি ওয়ান সুটারগানসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চরমপন্থি সংগঠনের পরিচয় দিয়ে এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, মাছের ঘের দখলের নিমিত্তে অভয়নগর ও মনিরামপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণসহ নানাবিধ সন্ত্রাসী কর্মকান্ড করে আসছিল। গ্রেফতারকৃত আসামী অমিতাভ বিশ্বাসের বিরুদ্ধে সুন্দলী ইউনিয়নে উত্তম মেম্বার হত্যা মামলাসহ ২টি অস্ত্র মামলা রয়েছে। বিস্ফোরকদ্রব্য ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার সংক্রান্তে এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে মনিরামপুর থানায় এজাহার দায়ের করলে মনিরামপুর থানার মামলানং-০২,
তাং- ০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী আইন,১৯০৮ এর ৩/৪/৫/৬ ও মনিরামপুর থানার মামলা নং-০৩, তাং-০৬/১২/২৩ খ্রিঃ, ধারা- দি আর্মস্ এ্যাক্টস্, ১৮৭৮ এর ১৯এ। দুটো পৃথক মামলা রুজু হয়।

আসামীর তথ্যঃ
১। অমিতাভ বিশ্বাস (২৩), পিতা- অখিল বিশ্বাস, সাং- ডহরমষিহাটি, থানা- অভয়নগর, ২। প্রতাপ মন্ডল (২১), পিতা- প্রবীর মন্ডল, সাং-মহিষদিয়া, ৩। জাহিদ হাসান (৩৬), পিতা- মসিয়ার গাজী, সাং- নেহালপুর, ৪। প্রান্ত ধর (১৯), পিতা- সুনীল ধর, সাং-মহিষদিয়া, সর্বথানা- মনিরামপুর, সর্বজেলা- যশোর।

উদ্ধারকৃত আলামতঃ
১। ০১(এক)টি সুতলী বোমা। যাহা অবিষ্ফোরিত, অনুমান ১০ ইঞ্চি গোলাকার। ২। ৭৪০ গ্রাম ফসফরাস। ৩। ১২০০ গ্রাম সালফার/নাইট্রেট বোমা তৈরীর বিস্ফোরকদ্রব্য উপাদানাবলী।
৪। ০১টি ওয়ান সুটারগান। যাহা বাটসহ লম্বা-০৯ ইঞ্চি, যাহাতে হেমার ও ট্রিগার যুক্ত আছে।

“বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *