ডিবি যশোরের ২টি সফল অভিযানে ২৯ বোতল বিদেশী মদ ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

দৈনিক তালাশ.কমঃঅভিযান-০১ঃসোমবার (০৪ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/শেখ আবু হাসান, এএসআই(নিঃ)/৫৩৮ নাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/৮৭১ মোঃ আজাহারুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ সকাল ১০.১৫ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ ধোপাখোলা পশ্চিমপাড়া সাকিনস্থ জনৈক জাহিদুল ইসলাম, পিতা-মৃত বাবর আলী এর বসত বাড়ির পূর্বপাশে ইটের সলিং রাস্তার উপর হইতে অজ্ঞাতনামা পলাতক আসামীদের ফেলে যাওয়া মতে ০১ (এক) টি প্রাইভেটকার এবং প্রাইভেটকারের মধ্যে হতে মোট ২৯ (উনত্রিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করেন।

উদ্ধারকৃত বিদেশী মদের মূল্য অনুমান ৮,৯০,০০০/-টাকা।

এ সংক্রান্তে এএসআই(নিঃ)/৫৩৮ নাজমুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

অভিযান-০২ঃ
সোমবার(০৪ ডিসেম্বর ২০২৩খ্রিঃ) ডিবি যশোরের এসআই(নিঃ)/ হরষিত রায়, এসআই(নিঃ)/ খান মাইদুল ইসলাম রাজিব, এএসআই(নিঃ)/৩৭২ মোঃনাজমুল ইসলাম, এএসআই(নিঃ)/৬৬৭ মোজাম্মেল হোসেন ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ ১৭.১০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী থানাধীণ শেখহাটি তরফ নওয়াপাড়া সাকিনস্থ পলিটেকনিক কলেজ রোডস্থ সাজনা ইন্টারন্যাশনাল এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সাব্বির উল্লাহ(৩৫), পিতা-মৃত আসাদুল্লাহ দেওয়ান বাবর, মাতা-মোছাঃ দেলোয়ার আক্তার, সাং-ঘোপ জেল রোড বেলতলা, থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোর কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য অনুমান ৩০,০০০/-টাকা।

এ সংক্রান্তে এসআই(নিঃ)/ হরষিত রায় বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *