দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি:নওগাঁর মহাদেবপুরে ২০২৩-‘২৪ মৌসুমে অভ্যন্তরিণ ধান চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ ডিসেম্বর) দুপুরে এ উপলক্ষে উপজেলা সদরের সরকারি খাদ্যগুদামে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহাগ, সদস্য সচিব ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাজের হাসান, সদর সরকারি খাদ্য গুদামের পরিদর্শক আতিকুল ইসলাম রবি, সরস্বতিপুর সরকারি খাদ্যগুদামের পরিদর্শক পরেশ চন্দ্র মাহাতো, উপজেলা চাউলকল মালিক গ্রুপের সভাপতি ও খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান আবু হাসান, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু, বিশিষ্ট চাউল কল মালিক আয়নুল ইসলাম, শাহিনুর রহমান, সেলিম হোসেন, জাহিদ হাসান প্রমুখ।উদ্বোধনী দিনে মেসার্স আবেজান চাউল কলের মালিক মাসুদ হোসেনের নিকট থেকে একশ’ মেট্রিক টন ধান কেনা হয়। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, চলতি মৌসুমে উপজেলার সদর, রাইগাঁ, মহিষবাথান ও নবনির্মিত সরস্বতিপুর সরকারি খাদ্যগুদামে ৪৪ টাকা কেজি দরে মোট সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল এবং ৩০ টাকা কেজি দরে এক হাজার ১২২ মেট্রিক টন ধান কেনা হবে। উপজেলার ২৩ টি অটোমেটিক রাইস মিল ও ১২৩ টি সিদ্ধ চাউল কল থেকে এসব চাল এবং আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। ইতোমধ্যে চালকল মালিকদের সাথে লিখিত চুক্তি সম্পন্ন করা হচ্ছে। আগামী বছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংগ্রহ অভিযান।