দৈনিক তালাশ.কমঃউজ্জ্বল কুমার সরকার নওগাঁঃনওগাঁর মহাদেবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় কোর্টের ওয়ারেন্টমূলে এক নারীসহ মোট ১৩ জনকে আটক করেছে। শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে শনিবার বিকেলে নওগাঁ কোর্টে পাঠানো হয়।মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, আটকরা হলো উপজেলা সদরের মৃত মানুষের ফইমুদ্দিন বাদলের ছেলে আব্দুল মজিদ, তার স্ত্রী মোরশেদা বেগম, উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামের শ্রী স্বপন কুমারের ছেলে শ্রী সাধন কুমার মন্ডল, এনায়েতপুর ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের যতিন পাহানের ছেলে রমানাথ পাহান, কালনা গ্রামের বাবর আলীর ছেলে মজির আলী, আজিমুদ্দিনের ছেলে খাইরুল ইসলাম, এনায়েতপুর গ্রামের মৃত এসাহাক আলীর ছেলে তরিকুল ইসলাম, ভীমপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে সুইট আলী, হর্ষি গ্রামের আব্দুল জব্বারের দুই ছেলে সামিউন নবী ও আবুল কালাম, আক্কেল আলীর ছেলে আবু বক্কর, পাহানপাড়া গ্রামের মৃত ধামু পাহানের ছেলে কাঞ্চন পাহান ও চাঁন্দাশ ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের আলম হোসেনের ছেলে নান্নু সিদ্দিকী।