সোনারগাঁও সাদিপুর ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষে একজন আশংকা জনক ও আহত একাধিক

দৈনিক তালাশ.কমঃ ক্রাইম রিপোর্ট:সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের বরগাঁ এলাকার ৫ নং ওয়ার্ড নামা বরগাঁ গ্রাম ও আদমপুর দুই গ্রামের মধ্যে মারামারির ঘটনা ঘটে স্থানীয় এলাকার দ্বীন ইসলাম ওরফে বাঘার নিকট পাওনা টাকা চাইতে গেলে একই এলাকার আদমপুর গ্রামের দ্বীন ইসলাম ওরফে বাঘার সাথে কথা কাটাকাটি অনেক দিন ধরে হয়ে আসছিল।

আজ ০২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখ রোজ শনিবার সকাল ০৮:০০ টায়, একপর্যায়ে দ্বীন ইসলাম ওরফে বাঘা গং এর ডাকে কমপক্ষে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী গং ওতর্কিতভাবে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ২ নং ওয়ার্ডের কায়সার দ্বীন ইসলাম ওরফে বাঘার নির্দেশে হত্যার ‌উদেশ্য কবিরের মুখে আঘাত করে, এবং বাবু, জাকির, ইমরান, বাবুল, খোকন, শাজাহান, জামাই খোকন, সহযোগী ‌ সন্ত্রাসীদের হাতে সেন, চাপাতি হকি ও দেশিও অস্ত্র নিয়ে সংঘর্ষ ঘটে, ঘটনা স্থলে বরগা এলাকার কবির মুখে টেটা বিদ্ধ হয় এবং তার চাচাতো বোন বৃষ্টি বাঁচাতে এগিয়ে আসলে বোন সহ আরো ৬-৭ জন জখম হয়, এর মধ্যে আহত কবির আশংকা জনক অবস্থায়, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, ইমারজেন্সী বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনা স্থলে এলাকাবাসী সোনারগাঁ থানায় যোগাযোগ করিলে, তালতলা পুলিশ ফাইরী থেকে পুলিশের এস.আই আসাদ দ্রুত ঘটনাস্থলে পরিদর্শন করেন, বর্তমানে সন্ত্রাসী দ্বীন ইসলাম সহ তার বাহিনী সবাই এখন পলাতক রয়েছে, এস.আই আসাদ সাংবাদিকদের জানান, এ ঘটনা এখনো পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পওয়ার পর যথাযত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *