বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ এর উদ্যোগে কম্বল বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ অদ্য ১৬/০১/২০২৬ খ্রিষ্টাব্দ ১০.২৫ ঘটিকায় বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ (BOAS) উদ্যোগে এ কে এম হাফিজুল্লাহ্ খান লিটন যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগ ও আহবায়ক, বিসিএস অফিসার্স অ্যাসোসিয়েশন সিরাজগঞ্জ (BOAS)
এর সভাপতিত্বে দুঃস্থ ও অসহায় শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান-২০২৬ অফিসার্স ক্লাব সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

কম্বল বিতরণের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় সবার জন্য মুনাজাত করা হয়। এরপর শুরু হয় মূল অনুষ্ঠান :
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় সিরাজগঞ্জ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ শরীফ ইউএস সাঈদ অধ্যক্ষ ইসলামিয়া সরকারি কলেজ সিরাজগঞ্জ, মোঃ সাইদুর ইসলাম সহযোগী অধ্যাপক অর্থনীতি সিরাজগঞ্জ সরকারি কলেজ,মোঃ জাহিদ হাসান দিপু অধ্যাপক ব্যবস্থাপনা সিরাজগঞ্জ সরকারি কলেজ, সহ সংগঠনের সকল সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। শীতার্ত প্রান্তিক অসহায় দারিদ্র মানুষের মাঝে ২০০ পিচ কম্বল বিতরণ করা হয়।

দুঃস্থ ও অসহায় শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান ১১.২০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে শেষ হয়।প্রতিবছর এই সংগঠনের পক্ষ থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *