‎সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রূহ মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া

দৈনিক তালাশ ডটকমঃবিএনপি এক সাগর বাংলাদেশের লার্জেস্ট দলের নাম হলো  জাতীয়তাবাদী দল বিএনপি দাবিকরে
‎নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন,

‎ বিএনপি এক সাগর বাংলাদেশের লার্জেস্ট দলের নাম হলো  জাতীয়তাবাদী দল বিএনপি।
‎আমি সাগরে হাবুডুবু খাচ্ছি। আমার ডান বামে যারা আছে কাউকেই তো কি সেভাবে চিনি না দায়িত্ব হল যারা দায়িত্বশীল আছেন পথ পদবীতে যারা আছেন আপনারা আমাদের আমার আশেপাশে থেকে আমাকেও হেফাজত করবেন বিএনপি জোটকেও হেফাজত করবেন বাংলাদেশকেও হেফাজত করবেন এই আহবান জানাই।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর)  দুপুরে মাসদাইর বেটারি গলি এলাকায় আলোচনা ও দোয়া মাহফিল  অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে
‎তিনি একথা বলেন।

‎তিনি আরো কাসেমী আরো  বলেন, বেগম খালেদা জিয়া মারা যাবার পূর্বে আমরা খুব উল্লাসিত  ছিলাম এ জন্য যে তিনি আমাদের জন্য সারা জীবন কষ্ট করেছেন। এই  নেতাকর্মীদের কে নিয়ে,  এদেশের মানুষ  ১৭ বছর নিষ্পেষিত হতে দেখে তার অন্তরের মধ্যে রক্তক্ষরণ হয়চ্ছিলো। সেদিনটা বদলে একটা সুদিন দেখে গেছে। এটা ওনার (বেগম খালেদা জিয়া) মনে শান্তি ছিলো আমাদের মনে শান্তি ছিলো।

‎তিনি আরো বলেন, স্বাভাবিক ভাবে ওনার (বেগম খালেদা জিয়া)  একটা আশা ছিলো। ওনার বড় সন্তান তারেক রহমানকে এদেশের ক্ষমতার মসনদে   দেখতে চেয়েছিলেন। কাছাকাছি সময় এসে  আমাদের র্দুভাগ্য ওনি চলে গেলেন। আর হাতে গণাকয়েক দিন বাকি আছে। এদেশের সরকারের  প্রাইমিনিস্টার। যেই মার্কায় সিল মারলে তারেক রহমান প্রাইমিনিস্টার হবে, যে মার্কায় সিল মারলে বিএনপি বার বার ক্ষমতায় আসবে সেই মার্কায় সিল মারার আহ্বান জানাচ্ছি।

‎মশিউর রহমান রনি বক্তব্য নিয়ে কাসেমী বলেন
‎রনি যে উপদেশ দিয়েছে আমি আপনাদেরকে স্বাক্ষী রেখে বলছি। প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করা হবে।  আমার  পারসোনালিটি সাথে, আমার লেভাসের সাথে,আমার চরিত্রের সাথে কখনো অস্ত্রধারী সন্ত্রাসী ঘুরবে কখনো হতে পারে না।

‎এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হক আলমগীর এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এড বারী ভূঁইয়া, সহ-সভাপতি শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলাম সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রবিন,জেলা তাঁতীদলের আহবায়ক সিদ্দিকুর রহমান উজ্জ্বল সহ অসংখ্য নেতৃবৃন্দ

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *