সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক মুক্তার পাড়ায় শীতার্ত দের মাঝে শীতবস্ত্র বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার ০৮ জানুয়ারি ২০২৬ বিকেলে সিরাজগঞ্জ মুক্তার পাড়ায় দৈনিক জয় সাগর পত্রিকা অফিসের সামনে শীতার্ত অসহায় মানুষের মাঝে মানবিক জেলা প্রশাসক এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২০ জন অসহায় মানুষের মাঝে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন জনাব মো: আমিনুল ইসলাম মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন,মোহাম্মদ কামরুল ইসলাম- উপ পরিচালক স্থানীয় সরকার, গনপতি রায়- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোছা: নুর নাহার বেগম অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), মো: আব্দুল বাছেদ ত্রাণ ও দুর্যোগ পুনর্বাসন কর্মকর্তা, সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এ সময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেসক্লাব সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: মাহমুদুল আলম চৌধুরী। তীব্র শৈতো প্রবাহে কাঁপছে সারা বাংলাদেশ, যার প্রভাব পড়েছে সিরাজগঞ্জ জেলা শহর ও প্রান্তিক জনপদেও। এই মুহূর্তে নিম্ন আয়ের মানুষের মাঝে অসহনীয় কষ্ট নেমে এসেছে। এই কষ্ট লাঘব করতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই কম্বল বিতরণ কর্মসূচি পালন করে চলেছেন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের সামর্থ্যবান দের
যে যার অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো জরুরী। সরকারি উদ্যোগে প্রান্তিক শীতার্ত অসহায় মানুষের মাঝে এই কম্বল বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃপক্ষ। উনাদের এই কম্বল বিতরণ উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *