দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি মনোনীত জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেন, ধানের শীষের আরেক শাঁস, তার নাম খেজুর গাছ। আমরা এই দুইটার মধ্যে কোন পার্থক্য করতে চাই না। আমি মনে করি এই দেওভোগবাসী আপনারা আমাকে যেভাবে ব্যবহার করতে চান, এই ইউনিয়নবাসীর ডিসিশনে পুরো ৪ আসন ওঠা নামা করবে। সবার ভাগ্য নির্ধারণ হবে আপনাদের উপরে। এই ধানের শীষের তথা খেজুর গাছের মান-সম্মান আপনাদের ইচ্ছা-অনিচ্ছার উপর ছেড়ে দিয়ে গেলাম।
বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) বিকেলে ফতুল্লার নাগবাড়ীর একটি কমিউনিটি সেন্টারে কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন।
মনির হোসাইন কাসেমী বলেন, আমি আপনাদেরই সন্তান, এই মাটির সন্তান। এই দেওভোগ মাদ্রাসার নাম আসলে আমার বুকের ভেতর চিনচিন করে ওঠে। কিছুই করতে পারিনাই, কোনো সুযোগ আসে নাই। এই মাদ্রাসার জন্য কিছু করতে পারিনাই আর এলাকার কথাতো প্রশ্নেই আসেনা। আমার মতো এমন নগণ্য মানুষটাকে আল্লাহ-তাআলা যেহেতু দুইবার সুযোগ দিয়েছে। ২০১৮ সালে পরিবেশ ছিলোনা এজন্য আমরা পারিনাই কিন্তু এখন পরিবেশ আছে। এই নেয়ামত আমি আপনাদের কাছে আমানত রেখে গেলাম।
কাশীপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার শফিউদ্দিন খোকন সরদারের সভাপতিত্বে এসময় দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, হোসিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, জমিয়তে উলামায়ে ইসলাম নারায়ণগঞ্জের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ ও বিএনপি নেতা ফরিদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।