দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর ২০২৫.অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫.। দক্ষ নিয়ে যাব বিদেশ,, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ : এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্রাক, আরডিআর, গাক সহ কয়েকটি এনজিও সংগঠনের নেতৃবৃন্দ এবং বিদেশগামী ব্যক্তিদের পদচারণায় মুখরিত ছিল সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়। সকালে বেলুন উড়িয়ে,প্রধান অতিথি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়। এরপর বর্ণাঢ্য রেলি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে। এরপর শহীদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় বিভিন্ন ব্যক্তিগণ বক্তব্যে দালালদের খপ্পড়ে না পড়ার পরামর্শ দেন। সিরাজগঞ্জ জেলায় বেশ কয়েকটি ট্রেনিং সেন্টার আছে, যেমন, সরকারি পলিটেকনিক্যাল, টিটিসি অফিস, মেরিন টেকনোলজি ইনস্টিটিউট, এসব অফিস থেকে ট্রেনিং নিয়ে বিদেশ যাওয়ার পরামর্শ দেন সম্মানিত অতিথিবৃন্দ। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের দুবাই প্রবাসী মোঃ আব্দুর রহমান দীর্ঘ ৩৫ বছর যাবৎ প্রবাসে থেকে যে পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন, তাতে তিনি সিরাজগঞ্জ জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করায় জেলা প্রশাসকের কার্যালয় হতে সম্মাননা স্মারক তুলে দেন প্রবাসী আব্দুর রহমানের সুযোগ্য ছেলে নুরে আলম লিখনের হাতে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায়,
সাহাদাত হুসেইন প্রশাসক সিরাজগঞ্জ পৌরসভা, এডিসনাল এসপি মাহাবুব, সহ বিভিন্ন সরকারি / বেসরকারি অফিস প্রধানগণ উপস্থিত ছিলেন।