না.গঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ডাস্টবিন স্থাপন ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন গণপূর্ত বিভাগ

দৈনিক তালাশ ডটকমঃ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সরকারি দুই হাসপাতালেই এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের জেলা নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জহিরুল ইসলাম, নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ছাইফুল ইসলাম, রুহুল আমিন প্রমুখ।

গণপূর্ত বিভাগ জানায়, সরকারি ভবন, অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করা গণপূর্ত বিভাগের কাজের অংশ।

তারই ধারাবাহিকতায় সারাদেশের হাসপাতালগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য “ডিপ ক্লিন“ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার অধীনে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) ও ৩০০শয্যা বিশিষ্ট হাসপাতালে মোট ৫০টি ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, “গণপূর্ত বিভাগের স্বাস্থ্যসেবার যে স্থাপনাগুলো রয়েছে তার দেখভালের দায়িত্ব পালন করে থাকে। ইতোপূর্বে হাসপাতাল দুটি পরিষ্কার করা হয়েছে, আজ ডাস্টবিন ও বৃক্ষরোপণ করা হলো। সেই ধারাবাহিকতায় অবশিষ্ট কাজগুলো চলমান রয়েছে।”

এ সময় তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে গাছগুলো সঠিকভাবে পরিচর্চার ও সেবাপ্রার্থীদের ময়লাগুলো নির্দিষ্ট স্থানে ফেলাবেন আহ্বান জানান।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *