দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চলমান আরসিসি ড্রেন সংস্কার কার্যক্রমে মানবিক ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে নকশা আংশিক পরিবর্তনের দাবি জানিয়েছেন ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন ঔষধ ব্যবসায়ীরা। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন তারা।
আবেদনে উল্লেখ করা হয়, মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত গত ৫ নভেম্বর তারিখের স্মারক নং ৪৬.০০.০০০০.০৭১.২২.০০৭.০১৫ (অংশ-১)-৫১১ এর আলোকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার বরাবর আবেদনটি দাখিল করা হয়েছে।
আবেদনকারীরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগে চলমান আরসিসি ড্রেন সংস্কার কার্যক্রমকে তারা নাগরিক হিসেবে স্বাগত জানান। তবে ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন পৌর/সিটি কর্পোরেশনের মালিকানাধীন প্রায় ৮টি ঔষধের দোকান দীর্ঘদিন ধরে ২৪ ঘণ্টা মানবজীবন রক্ষাকারী জরুরি সেবা দিয়ে আসছে। এসব দোকান হাসপাতালের বহির্বিভাগ ও ভর্তি রোগীদের জন্য তাৎক্ষণিক ঔষধ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ব্যবসায়ীরা আরও জানান, দোকানগুলো সিটি কর্পোরেশনের সম্পত্তি হওয়ায় তারা বৈধভাবে দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন এবং একই সঙ্গে শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন। প্রায় ২৫ বছর আগে ড্রেন ছাড়াই দোকানঘরগুলো নির্মিত হয়। বর্তমানে ড্রেন সংস্কার কার্যক্রমের পরিধি বৃদ্ধি পাওয়ায় পূর্বের নকশার সঙ্গে বাস্তবতার সামঞ্জস্য রাখতে কিছু পরিবর্তনের প্রয়োজন দেখা দিয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, ড্রেন সংস্কার বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সুস্পষ্ট সিদ্ধান্ত না পাওয়ায় বাধ্য হয়ে তারা সকল প্রয়োজনীয় কাগজপত্রসহ মহামান্য হাইকোর্টের শরণাপন্ন হন। এ সংক্রান্ত মামলা নং ২১২৬৬৫ (৪ ডিসেম্বর) বর্তমানে বিচারাধীন রয়েছে।
এ প্রেক্ষিতে ঔষধ ব্যবসায়ীরা প্রস্তাব করেন, ড্রেন নির্মাণের নকশায় সামান্য পরিবর্তন এনে (ক্রস পদ্ধতিতে) বরাদ্দকৃত দোকানগুলোর সম্মুখভাগে ফুটপাত ব্যবহার নিশ্চিত করা হলে একদিকে সিটি কর্পোরেশনের অবকাঠামো ও সম্পদ সংরক্ষিত থাকবে, অন্যদিকে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পাবেন। পাশাপাশি রোগীদের জরুরি ঔষধ সরবরাহ কার্যক্রমও নির্বিঘ্নে চলমান থাকবে।
ভিক্টোরিয়া হাসপাতাল সংলগ্ন ঔষধ ব্যবসায়ীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আরসিসি ড্রেন সংস্কার কার্যক্রমে নকশা আংশিক পরিবর্তনের মাধ্যমে দোকানগুলোর সম্মুখভাগের ফুটপাত ব্যবহার অনুমোদনের জন্য বিশেষ বিবেচনা ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জোর দাবি জানিয়েছেন।