দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: লালন সাঁইজের মানবতাবাদী আদর্শ, সত্য-সাধনার উজ্জ্বল পথনির্দেশনা ও গুণবাচক চেতনায় কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শনিবার (নভেম্বর) সকাল ১০টায় কালিহাতীর ভাগুটিয়া সাদু ধামে এক শান্ত-গম্ভীর ও আধ্যাত্মিক পরিবেশে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হরি মোহন পাল, নির্বাহী সভাপতি আনন্দ সাহা এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম তালুকদার । লালন দর্শনের সহনশীলতা, মানবতা, সত্য ও ন্যায়ের চর্চাকে এগিয়ে নিতে কমিটির সদস্যরা ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কমিটির প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম উপস্থিত ছিলেন। এছাড়া টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধুসংঘের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যে পরিপূর্ণ এই সমাবেশে মানবসেবা, সত্য-সাধনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।