কালিহাতীতে ঔষধ ও কসমেটিক আইনে ভ্রাম্যমাণ আদালতে ৬০ হাজার টাকা জরিমানা

দৈনিক তালাশ ডটকমঃ সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে জনস্বার্থ সুরক্ষায় কড়া নজরদারি ও আইন প্রয়োগের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি মামলায় মোট ৬০,০০০/– (ষাট হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এ দণ্ড প্রদান করা হয়।

অভিযানে রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা—এসব গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে জরিমানা করা হবে বলে জানান । একই সঙ্গে ফার্মেসি মালিক ও বিক্রেতাদের এসব অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কালিহাতী সায়েদা খানম লিজা যিনি নিখুঁতভাবে পুরো প্রক্রিয়াটি তদারকি করে জনস্বাস্থ্য সুরক্ষায় প্রশংসনীয় ভূমিকা রাখেন। অভিযানে সহযোগিতায় ছিলেন ঔষধ তত্ত্বাবধায়ক, টাঙ্গাইল, এবং কালিহাতী থানার পুলিশ সদস্যরা।

জনস্বার্থে নিয়মিত মনিটরিং ও কঠোর আইন প্রয়োগের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *