সিরাজগঞ্জে হাজী আব্দুস সাত্তারের উদ্যোগে বিনামূল্যে হোমিও চিকিৎসালয়ের উদ্বোধন

দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম সিরাজগঞ্জ থেকে: মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ?. গরিব ও অসহায় মানুষের মধ্যে চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদানের লক্ষ্যে, দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে দাতব্য হোমিও চিকিৎসার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এই মানব কল্যাণ দাতব্য হোমিও চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করেন গরিব দুঃখী মানুষের হৃদয়ের স্পন্দন সমাজ সেবক হাজী মোঃ আব্দুস সাত্তার। রবিবার ১৬ নভেম্বর ২০২৫. বিকেল ৫ ঘটিকায় সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি জে,সি, রোডে এই চিকিৎসালয়ের শুভ উদ্বোধন করা হয়। সমাজ সেবক হাজী সাত্তারের সভাপতিতে উপস্থিত ছিলেন , সততা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ জহুরুল ইসলাম মন্ডল, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোকতেল হোসেন, ধানবান্দি আদর্শ মানব কল্যাণ সমাজের সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ মাসুদ রানা, সাবেক শিক্ষক মোঃ মনজুরুল ইসলাম, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহজাহান আলী সাজা,বিএনপি নেতা মোঃ মনির হোসেন মুন্না, সততা ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মোঃ আমির হোসেন, ধানবান্দি আদর্শ মানব কল্যাণ সমিতির মোঃ নুরুল ইসলাম টিক্কা , জেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ নুরুন্নবী হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন ছানু, প্রমুখ। সিরাজগঞ্জে এমন সেবামূলক চিকিৎসা সেবা প্রতিষ্ঠান উদ্বোধন করার জন্য সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। এর ফলে এখান থেকে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন প্রান্তের অসহায় দরিদ্র লোকজন এখান থেকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা নিতে পারবেন।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *