দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার :নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা, প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের বিশাল কর্মী–সমর্থকদের নিয়ে অংশগ্রহণ করা হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মহানগর বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলটি মিশনপাড়া থেকে চাষাড়া হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন চত্বরে এসে শেষ হয়।
এসময় প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক ও মানবিক জহির আহমেদ সোহেল বলেন,“আজ মহানগর বিএনপির পক্ষ থেকে বিশাল শোভাযাত্রা বের করা হয়েছে। ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল ভাইয়ের পক্ষ থেকে আমরা একাত্মতা প্রকাশ করে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছি। আজ ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় হওয়ার কথা। আমরা খুনি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। খুনি শেখ হাসিনা ছাত্র–জনতা, মা–বোনসহ অসংখ্য নেতাকর্মীকে হত্যা ও গুম–খুন করেছে। আজ যদি খুনি হাসিনার রায় না হয়—দেশবাসী ব্যথিত হবে। তাই আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সর্বোচ্চ ফাঁসির রায় দাবি করছি।”
তিনি আরও বলেন,“কেন্দ্র থেকে যে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, সেটা কারও বিপক্ষে নয়। নারায়ণগঞ্জ বিএনপি ফ্যাসিস্ট শেখ হাসিনার রায়ের দাবিতে এক হয়েছে। কেন্দ্র থেকে যাকে ফাইনাল মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার জন্য কাজ করব এবং তাকে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেব। এই ঐক্য যেন ভেঙে না যায় এবং কোনো কুচক্রী যেন নস্যাৎ করতে না পারে—সেদিকে সজাগ থাকতে হবে। আজকের সমাবেশ প্রমাণ করেছে যে নারায়ণগঞ্জ বিএনপি একটি শক্তিশালী দল এবং নারায়ণগঞ্জ বিএনপির ঘাঁটি।”
মানবিক জহির আহমেদ সোহেল আরও বলেন,
“আমার ভাই আবু জাফর আহমেদ বাবুল যতদিন বেঁচে থাকবেন, সামাজিক ও মানবসেবামূলক কাজ অব্যাহত রাখবেন। আগামীকাল হাসপাতালে ভাইয়ের পক্ষ থেকে কিছু উপকরণ দেওয়া হবে। আর বড় ভাইয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালে পরিচ্ছন্নতা সম্পন্ন না হওয়া পর্যন্ত এবং বাকি কাজ শেষ না হলে আমরা ঘরে ফিরব না। এ দুই কাজ শেষ হলে চাষা ভাঙ্গা সড়কের কাজগুলো ঠিক করা হবে।”
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন— বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও ৫ আসনের সাবেক এমপি অ্যাড. আবুল কালাম; ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী, প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান; সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির খান, আবুল কাউছার আশা; সদস্য আওলাদ হোসেন; সাবেক কোষাধ্যক্ষ সুজন মাহমুদ; সদর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আকতার হোসেন; গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আকতার হোসেন; মহানগর যুবদল নেতা দর্পণ প্রধান; ১৪ নং ওয়ার্ড সেক্রেটারি সোহেল আহমেদ; মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।