নিষিদ্ধ আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে মাঠে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কমপ্লিট শাটডাউনের বিরুদ্ধে মাঠে নেমেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বর্তমান ও সাবেক কমিটির নেতৃবৃন্দরা।

সোমবার (১৭ই নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়ায় হোসিয়ারি সমিতির সামনে সমস্ত ভেদাভেদ ভুলে মহানগরের বর্তমান ও সাবেক কমিটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এ মিছিল ও পথসভায় অংশগ্রহণ করেন।

এসময় মিছিলটি মিশনপাড়া এলাকা থেকে শুরু করে চাষাড়া, কালির বাজার, ২নং রেলগেইট ও ডিআইটি সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ করে।

মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আওয়ামী লীগ নৈরাজ্যের রাজনীতি করেছে তাদের নৈরাজ্য জনগণ আগেও প্রতিহত করেছে। আবার করার চেষ্টা করলে তাও প্রতিহত করবে।’

এসময় অসুস্থ শরীর নিয়ে মিছিলে অংশগ্রহণ করা মহানগর বিএনপির সংগ্রামী সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘নারায়ণগঞ্জ শহরে যদি আওয়ামী লীগের প্রেতাত্মারা জনগণের জান-মালের কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমাদের বিএনপি পরিবার তা কোনভাবেই সহ্য করবে না।’ 

মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল বলেন, ‘শেখ হাসিনা ভারতে পালিয়ে থেকেও অগ্নি সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। আমাদের এই অগ্নিসন্ত্রাস রুখে দিতে হবে। নারায়ণগঞ্জের বিএনপি সমস্ত মতপার্থক্য পেছনে ফেলে আজ ঐক্যবদ্ধ হয়েছে, ফ্যাসিস্ট হাসিনার যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা প্রস্তুত।

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম বলেন, দেশের জনগণ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার দেখতে চায়। এর বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র তারা মেনে নেবে না। 

বিশাল এ মিছিলে এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাড. আবূ আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম, মহানগর বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মনির খান, ফতেহ রেজা রিপন, আবুল কাওসার আশা ও সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সহ মহানগর আওতাধীন বিভিন্ন উপজেলা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *