দৈনিক তালাশ ডটকমঃশেখ হাসিনার মামলার রায়ের পক্ষে ও নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নৈরাজ্যের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।
সোমবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মিশনপাড়া মোড়ে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় মহানগরের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থী মাওলানা আব্দুল জব্বার বলেন, শেখ হাসিনা যে অন্যায় করেছে ফাঁসি ছাড়া তার অন্যকোন বিচার হওয়ার কথা নয়। ছাত্র-জনতাকে নির্মমভাবে গুলি করে যেভাবে হত্যা করেছে এমনটা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। বিগত ১৫ বছরে অত্যন্ত জঘন্য কৌশলে মিথ্যা একটি অভিযোগ এনে জামায়াতে ইসলামী এর লোকদের হত্যা করেছিলো। সেই খুনি হাসিনার ফাঁসির রায়ের কথা আজকে ট্রাইব্যুনালের মাধ্যমে শুনতে পারবো। যারা জামায়াতে ইসলামীকে নিঃশেষ করতে চেয়েছে তারাই আজকে দেশ থেকে উচ্ছেদ হয়ে গিয়েছে। যারা ক্ষমতায় আসে তারা মাঝে মাঝে মনে করে আমাদের চাইতে বেশী ক্ষমতা কারো নেই।
পুলিশ প্রশাসন, যুবলীগ, ছাত্রলীগকে ব্যবহার করে তিনটি অবৈধ নির্বাচনকে বৈধ করে দেশের মানুষকে বছরের পর বছর নির্যাতন করার চেষ্টা করেছিলো। কিন্তু যারা জুলুমবাজ তারা সব দরজা বন্ধ করলেও পতনের দরজা বন্ধ করতে ভুলে যায়। আগামীতে যেই দলই হোক সেটা জামায়াত, বিএনপি, এনসিপি বা যেই হোক শাসকদেরকে মনে রাখতে হবে ক্ষমতা কোন চিরস্থায়ী জিনিস নয়। শেখ হাসিনা দেশের বাইরে বসে এস আলম সহ বিভিন্ন গ্রুপের টাকায় নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা শুনেছি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর পক্ষ থেকে চারজন ব্যক্তিকে টাকা ভাগ করার দ্বায়িত্ব দেয়া হয়েছে এবং এর মধ্যে একজন আলেম রয়েছেন। তাই বলতে চাই যারা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে, কথা এবং কাজে যারা মিল রাখবে তারাই আগামীতে বাংলাদেশর কান্ডারি হবে।
বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিন করে চাষাড়া গোল চত্বর এসে শেষ করে।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগরের সাধারণ সম্পাদক মনোয়ার হোসাইন, হাফেজ মোঃ মমিনুল ইসলাম, জামায়াত ইসলামী মহানগরের নেতা মুফতি আতিক, সিদ্ধিরগঞ্জ থানার আমীর মোস্তফা কামাল প্রমুখ নেতৃবৃন্দ।