দৈনিক তালাশ ডটকমঃ এসময় তিনি বলেন তারেক রহমান দেশে না আসা পর্যন্ত রাজ পথে থাকবো,এবং ধানের শীষের প্রীতিকের জন্য কাজ করে যাবো।
শনিবার ( ১৫ নভেম্বর) বিকেলে গণসংযোগ শেষে এ কথা বলেন, এর আগে সাড়ে ৪টায় পঞ্চবটি থেকে এক গণসংযোগ শুরু করেন।
এসময় তিনি আরো বলেন আমাদের “শরীরের শিরায় শিরায় যেমন রক্ত তেমন আমারা তারেক রহমানের বক্ত”, শিরায় শিরায় রক্ত আমরা ধানের শীষের বক্ত”। আমরা ধানের শিষ ছাড়া কিছুই বুঝি না।এই ফতুল্লাবাসি ধানের শিষকে ভালোবাসি, ধানের শিষকে ভালোবাসে অনেকে গুম খুন হয়েছে মামলা শিকার হয়ছে। আমার নাম কাউকে বলতে হয়? আমি দীর্ঘ ১৭ বছর আমি দীর্ঘ ১৭ বছর আপনাদের পাশে ছিলাম পাশে থেকে দলের জন্য কাজ করেছি। সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার জন্য প্রস্তুত এখনো আছি। আমার নেতা তারেক রহমান যদি বলে যে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমি সেটা করার জন্য প্রস্তুত আছি আর কেউ কি প্রস্তুত ছিল। অনেকে এসেছিলেন অনেকে চলে গিয়েছিলেন। অনেকে আবার এসেছেন কিন্তু আমরা কি গেছি যাওয়া আসার ভিতরে ছিলাম না। আমরা ছিলাম কোথায় জেলে গিয়েছি জেল থেকে বেরিয়ে এসে আবার রাজপথে ছিলাম তাহলে আমরা কি করেছি জেলে গিয়েছি জেল থেকে বেরিয়ে রাজপথে ছিলাম তাহলে কি করা উচিত এখন আমাদের। যারা রাজপথে থাকবেন যারা জেল থাকবেন তারাই রাজনীতি করবেন কারণ যারা রাজনীতি করেন তারা জেলকে ভয় পায় না। তারা মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নামার জন্য সবসময় প্রস্তুত থাকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সবসময় নিজের জীবন বাজি রেখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকেছিলাম।
তিনি আরো বলেন, আজকে একটি কথা বলতে চাই আজকেও ধানের শীষের জন্য যদি জীবন দিতে হয় সেটা আমিও দিব।ধানের শীষ নেওয়ার জন্য যদি জীবন দিতে হয়। সেটা আমি দেব। তাই আমার পাশে থাকার জন্য আপনাকে সবাইকে উদ্ধাত আহ্বান জানাচ্ছি এবং ফতুল্লাবাসীকে
অনুরোধ করবো দানের শীষের জন্য প্রস্তুত থাকার জন্য। ধানের শীষ আমরা কাউকে নিতে দিবো না।ধানের শীষ আমাদের কাছেই থাকবে। আমরা শীষে ভোট দিব শীষের জন্য যেমন করে নিজের হাত হারিয়েছি চোখ হারিয়েছি অনেকে পা হারিয়েছে ঠিক ততভাবে ধানের শীষকে আমরা জয়যুক্ত করে নেত্রী বেগম খালেদে জিয়া একমাত্র সন্তান আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামত করবো।
এসময় উপস্থিত ছিলেন এড. এস এম আলমগীর, আজাদ, জাহাঙ্গীর, জিলানী, কায়েস আহমেদ পল্লব, মেহেদী হাসান দোলন, জুম্মন সহ অসংখ্য নেতৃবৃন্দ।