ভিক্টোরিয়া হাসপাতাল প্রাঙ্গণ ও বাহিরে বাবুলের উদ্যাগে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ও বৃক্ষরোপন

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: নানা সংকটের মধ্যে যখন ভিক্টোরিয়া হাসপাতাল অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে, ঠিক তখনই নিজের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতার কাজের জন্য এগিয়ে এলেন প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল।

বুধবার (১২ই নভেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সংলগ্ন ৩০০ শর্য্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে জনপ্রিয় মুখ আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে তার ছোট ভাই প্রাইম ওয়াশিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল’র নেতৃত্বে সহায়তায় এই কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা.মশিউর রহমান ও ভিক্টোরিয়া হাসপাতালের আরএমও ডা.জহিরুল ইসলাম সহ প্রমুখ।

এসময় ভিক্টোরিয়া হাসপাতাল প্রাঙ্গণ ও বাহিরে পরিষ্কার পরিচ্ছন্নতাসহ ও বৃক্ষরোপন করা হয়। এছাড়াও তিনি ভবনের আশপাশেসহ প্রতিটি ওয়ার্ড এবং বাথরুম এতটাই নোংরা যে সেগুলি ব্যবহারের জন্য অযোগ্য বলে তিনি জানান। রোগীরা ভালো না হয়ে, আরও জীবাণু নিয়ে বাড়ি ফেরার আশঙ্কা। তাই তিনি কিছু স্বেচ্ছাসেবী নিয়ে হাসপাতালের সব কিছু পরিস্কার করার সিদ্ধান্ত নেন। এসময় তিনি অন্যান্য নাগরিকদের এভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

জহির আহমেদ সোহেল বলেন, নারায়ণগঞ্জে দুটি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালগুলোতে প্রতিদিন হাজার হাজার লোক চিকিৎসা নিতে আসেন। আমার ভাই প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল উনার নির্দেশে আমরা নারায়ণগঞ্জের দুটি হাসপাতালে কাজ করে যাচ্ছি। খানপুর ও ভিক্টোরিয়া হাসপাতাল দুটি খুবই মারাত্মক ভাবে নোংরা ও ময়লা আবর্জনায় দিয়ে অপরিচ্ছন্ন ছিলো। যেটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। আমরা আমার ভাইয়ের নির্দেশে খানপুর হাসপাতালকে কমপ্লিট করে দিয়েছি। এখন আমরা ভিক্টোরিয়া হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন করার আওতায় নিয়েছি। হাসপাতালের পেছনের যে জায়গাটা ছিলো সেটা মারাত্মক ভাবে ময়লা-আবর্জনায় ভরা ছিলো। আমরা আজকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই জায়গাটায় বৃক্ষরোপন করে সৌন্দর্যের আওতায় আনবো। আমাদের এই কাজ চলমান থাকবে। আমরা চাই নারায়ণগঞ্জের দুটি হাসপাতালের পরিবেশ যাতে সুন্দর থাকে।

এরআগে, নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. জহিরুল ইসলামের নিকট ৫ শত ডেঙ্গু কিট প্রদান করেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক আবু জাফর আহমেদ বাবুল। পরবর্তীতে প্রয়োজনে আরো সরবরাহ করার কথা জানান তিনি।

ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *